ভৌতবিজ্ঞানের কয়েকটি বিক্রিয়া ও তার ফলাফল
Published Date : 21-04-05
167 Views

ভৌতবিজ্ঞানের কয়েকটি বিক্রিয়া ও তার ফলাফল

বিক্রিয়া ফলাফল
লোহিততপ্ত আয়রনের উপরদিয়ে স্টিম চালনা করা হলে ফেরোসোফেরিক অক্সাইড  ও H2 উৎপন্ন হয়।
মরচে পড়লে লোহার ওজন বাড়ে কারণ মরচের হাইড্রেটেড ফেরিক অক্সাইড উৎপন্ন হওয়ার জন্য।
লোহিততপ্ত কার্বনের উপর দিয়ে কার্বনডাই অক্সাইড চালনা করা হলে কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হয়।
NaCl এর সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশিয়ে উত্তপ্ত করা হলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়।
উত্তপ্ত সালফারের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালান করা হলে হাইড্রোজেন সালফার উৎপন্ন হয়।
ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড এর বিক্রিয়ায় হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়।
একটি প্রজ্জ্বলিত কাগজের টুকরো কার্বনডাই অক্সাইড এর জারে রাখলে অগ্নিশিখা নিভে যাবে।
হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিন গ্যাস মিশিয়ে আলোতে রাখলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়।
প্রজ্জ্বলিত মোমবাতি ঢেকে দিলে অক্সিজেনের অভাবে নিভে যাবে।
ব্লু লিটমাস অ্যাসিড এর মিশ্রনে রাখা হলে এটি লাল হয়ে যাবে।
সোডিয়াম বাই কার্বনেট ও ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করা হলে কার্বনডাই অক্সাইড উৎপন্ন হয়।
লিটমাস কাগজ আনা হলে ফসফরাস জলে রাখা হয় কারণ বাতাসে রাখলে এতে আগুন ধরে যায় জলে রাখলে গলে না।
ব্রোমিনের সঙ্গে উত্তপ্ত অবস্থায় হাইড্রোজেন যুক্ত করলে হাইড্রোব্রোমিক অ্যাসিড উৎপন্ন হয়।
অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে ভিজে লাল নীল হয়।
লাইম ওয়াটার বাতাসে রাখা হলে বাতাসে কার্বনডাই অক্সাইড থাকায় এটি দুধের মতো হয়ে যাবে।
0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments