ভারতের প্রথম ব্যাঙ্ক ” ব্যাঙ্ক অফ হিন্দুস্থান ” প্রতিষ্ঠিত হয় ১৭৭০ সালে |
ভারতের দ্বিতীয় ব্যাঙ্ক হিসেবে ” দ্য জেনারেল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ” ১৭৬৮ সালে প্রতিষ্ঠিত হয় |
ভারতের প্রাচীনতম ব্যাঙ্ক যেটি বর্তমানেও কার্যকর হয়ে রয়েছে তা হল ” স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া|
১৯২১ সালে ” ব্যাঙ্ক অফ বেঙ্গল ” ব্যাঙ্ক অফ বোম্বে ” এবং ” ব্যাঙ্ক অফ ম্যাড্রাস একত্রিত হয়ে ” ইমপেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ” প্রতিষ্ঠিত হয় | যেটি পরে ১৯৫৫ সালে ” স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ” নাম পরিচিতি লাভ করে |
ভারতের সর্বপ্রথম সম্পূর্ণ ভারতীয় দেশীয় ব্যাঙ্ক হল ” পাঞ্চাব ন্যাশনাল ব্যাঙ্ক “|
ভারতের প্রথম ব্যাঙ্ক যেটি বিদেশে তাদের শাখা খুলেছিল সেটি হল ” ব্যাঙ্ক অফ ইন্ডিয়া “| ব্যাঙ্কটি
১৯৪৬ সালে লন্ডনে তাদের এই বিদেশী শাখার উদ্বোধন করে |
ভারতের সবচেয়ে প্রাচীন পাবলিক সেক্টর ব্যাঙ্ক হল ” এলাহাবাদ ব্যাঙ্ক “|
ভারতের প্রথম বানিজ্যিক ব্যাঙ্ক যেটি সম্পূর্ণ ভাবে দেশীয় তত্বাবধানে গড়ে উঠেছিল . সেটি হল সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া |
লালা রাজপৎরাই ” পাঞ্চাব ন্যাশনাল ব্যাঙ্ক “র প্রতিষ্ঠা করেন |
১৯১৯ সালে মহাত্মা গান্ধী ” ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া “-র উদ্বোধন করেন |
” ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ” ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত হয় |
” কানাডা ব্যাঙ্ক ” হল প্রথম ভারতীয় ব্যাঙ্ক যেটির আই .এস. ও. সার্টিফিকেশন রয়েছে |
১৯ জুলাই ১৯৬৯ সালে ভারতীয় ব্যাঙ্ক (১৪ টি ) ” জাতীয়করণ ” করা হয় |
রিজার্ভ ব্যাঙ্কের প্রথম গভর্নর ছিলেন অসবর্ন স্মিথ |
রিজার্ভ ব্যাঙ্কের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সি.ডি. দেশমুখ |
” প্রেসিডেন্সি ব্যাঙ্ক ” ১৮৩৩ সালে ভারতে প্রথম সেভিংস একাউন্ট সিস্টেম চালু করে |
১৭৮৪ সালে প্রতিষ্ঠিত ” বেঙ্গল ব্যাঙ্ক ” হল প্রথম ব্যাঙ্ক যেটি ব্যাঙ্কিং পরিষেবায় চেক ব্যবস্থা চালু করে |
” আই.সি.আই.আই. হল প্রথম ভারতীয় ব্যাঙ্ক যেটি ইন্টারনেট ব্যাঙ্কিং এ.টি.এম এর সচূনা করে ” ব্যাঙ্ক অফ বরোদা “এর বিদেশে সবথেকে বেশি শাখা আছে |
মোট শাখার নিরিখে ” ভারতীয় স্টেট্ ব্যাঙ্ক ” বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে |
প্রথম ব্যাংক ১৭৭০ সালে আর দ্বিতীয় ব্যাংক ১৭৬৮ সালে?
একই প্রশ্ন আমারও