Published Date : 19-05-07
392 Views
- কলকাতার জেলার আয়তন প্রায় ১৮৫ বর্গ কিমি।
- কলকাতা জেলার মোট জন সংখ্যা হল ৪৪,৮৬,৬৭৯ জন।
- কলকাতা জেলার সীমানা হল উত্তরে উত্তর চব্বিশ পরগনা , পূর্বে ও দক্ষিণে দক্ষিণ চব্বিশ পরগনা ও পশ্চিমে হুগলী নদী।
- কলকাতাতে ফোট উইলিয়াম কলেজ স্থাপিত হয় ১৮০০ সালে।
- কলকাতার উপর দিয়ে হুগলী নদী প্রবাহিত হয়েছে।
- কলকাতা জেলা ১৯৪৭ সালে স্থাপিত হয়েছিল।
- কালাকাতাতে যাবতীয় জুরুরি কাজ পরিচালিত হয় পুর নিগমের মাধ্যমে।
- কলকাতা জেলার সাক্ষরতার হার ৮৭.১৪ শতাংশ।
- কলকাতাতে মোট ১৭ টি বিশ্ববিদ্যালয় আছে।
- কলকাতাতে কয়েকটি বিখ্যাত দর্শনীয় স্থান হল ভিক্টোরিয়া মেমোরিয়াল , ইন্ডিয়ান মিউজিয়াম , আলীপুর চিড়িয়াখানা , ইডেন গার্ডেন , কালীঘাট মন্দির , পরেশনাথ জৈন মন্দির , রাজভবন , রবীন্দ্র সদন , রবীন্দ্র সেতু , বিদ্যাসাগর সেতু , জাতীয় গ্রন্থাগার , টাকশালা , নেতাজী ইনডোর স্টেডিয়াম , যুব ভারতীয় ক্রীড়াঙ্গন , নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর।
- কলকাতা জেলার সদর শহর হল কলকাতা।
- কলকাতাতে পুরনিগম স্যার সুরেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায় (১৯১৪) প্রতিষ্ঠা করেন।
- কলকাতার জন্ম হয় ১৬৯০ সালে ২৪শে আগস্ট।
- কলকাতার কর্পোরেশন ১৮৩৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- কলকাতার সবচেয়ে পুরোনো সৌধ হল টাউন হল (১৮০৪)
- কলকাতার সবচেয়ে পুরোনো গির্জা হল সেন্ট চার্চ (১৭১৬)
- কলকাতায় পুলিশের হেড কোয়াটার্স এর নাম হল লালবাজার।
- কলকাতার আবহাওয়া অফিস আলিপুরে অবস্থিত।
- কলকাতার বিখ্যাত ফুটবল ক্লাবগুলি হল মোহনবাগান , ইস্টবেঙ্গল , মহামেডাম স্পোর্টিং , টালিগঞ্চ অগ্রগামী , প্রভৃতি।
- কলকাতার হিন্দু কলেজ ১৮২০ সালে ২০ জানুয়ারি প্রতিষ্ঠিত।
- কলকাতার হিন্দু কলেজের বর্তমান নাম হল প্রেসিডেন্সী কলেজ।
- কলকাতাতে সহিত মিনার ১৮১৫ সালে স্থাপন করা হয়।
- কলকাতাতে ফোর্ট উইলিয়াম কলেজ ১৮০০ সালে প্রতিষ্ঠিত হয়।
- কলকাতা বিশ্ববিদ্যালয় ১৮৫৭ সালে স্থাপিত হয়।
- কলকাতার হাইকোর্ট ১৮৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- কলকাতার দীর্ঘতম রাস্তা হল আচার্য জগদীশচন্দ্র বুস।
- কলকাতার দূরত্ব রাজভবন থেকে মাপা হয়।
- হাওড়ার ব্রিজ ১৮৪৩ সালে চালু হয়েছিল।
- কলকাতায় ১৮৭৩ সালে ঘোড়া টানা ট্রাম চালু করা হয়েছিল।
- কলকাতায় ১৯০২ সালে ইলেকট্রিক ট্রাম চালু হয়েছিল।
- কলকাতায় ১৯৮৪ সালে ১৫ অক্টোবর প্রথম চক্ররেল চালু করা হয়েছিল।
- কলকাতার অকল্যান্ড সার্কাসের বর্তমান নাম হল ইডেন গার্ডেন।
- ভবানী ভবনের পূর্ব নাম হল এন্ডরসন হাউস।
- কলকাতা , গোবিন্দপুর , সুতানুমুটি এই তিনটি গ্রাম নিয়ে কলকাতা গঠিত হয়েছিল।
- কলকাতা , গোবিন্দপুর , সুতানুমুটি এই তিনটি গ্রামের তৎকালীন মালিক ছিলেন জমিদার সার্বন রায় চৌধুরী।
- সুতানুমুটি গ্রামের বর্তমান নাম হল শোভাবাজার।
- কলকাতার প্রথম আদালত হল সুপ্রিম কোর্ট।
- “ আকাশবাণী” ভবন নামকরণ করেন রবীন্দ্র নাথ ঠাকুর।
- কলকাতার বেতারকেন্দ্র চালু হয় ১৯২৭ সালে।
- কলকাতার দূরদর্শন কেন্দ্র চালু হয় ১৯৭৫ সালে।
- কলকাতার ইম্পিরিয়্যাল লাইব্রেরীর বর্তমান নাম হল ন্যাশানাল লাইব্রেরী।
- কলকাতার পূর্ব নাম হল আলিনগর।
- কলকাতার প্রথম সংবাদপত্র হল হিকির বেঙ্গল (১৭৮০)
- কলকাতাতে ১৮৮৫ সালে ১ এ জানুয়ারি আলীপুর চিড়িয়াখানা স্থাপিত করা হয়েছিল।
- বর্তমানে কলকাতার পৌরসভার ওয়ার্ড এর সংখ্যা হল ১৪৪ টি।
- রাইটার্স বিল্ডিং ১৭৮০ সালে স্থাপিত হয়েছিল।
- রাইটার্স বিল্ডিং এর বর্তমান নাম হল নবান্ন।
- কলকাতার পুলিশের প্রধান পুলিশ কমিশনার নামে পরিচিত।
- কলকাতার প্রথম বাঙ্কের নাম হল বেঙ্গল ব্যাঙ্যাঙ্ক।
- কলকাতার প্রাচীনতম সমাধির নাম হল জর্ব চার্ণক।