Published Date : 20-08-29
298 Views
- সবচেয়ে বড় উপগ্রহ কোনটি – টাইটান
- চাঁদের ব্যাস কত – ২৬১ কিলোমিটার
- ওবেরণ কোন গ্রহের উপগ্রহ – ইউরেনাস
- হ্যালির ধূমকেতু কে আবিষ্কার করেন – স্যার এডমন্ড হ্যালি
- চাঁদের পৃথিবীকে একবার পরিক্রমণ করতে কত সময় লাগে – ২৭ দিন ৮ ঘন্টা
- প্লুটোর উপগ্রহের নাম কি – কেরণ
- সৌরজগতে কোন গ্রহের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি – বৃহস্পতি
- সৌরজগত প্রথম কে আবিষ্কার করেন – কোপার্নিকাস
- কত সালে সৌরজগত আবিষ্কার করা হয় -১৫৪০ সালে
- জেমস ধূমকেতু প্রথম কত সালে আবিষ্কৃত হয় – ১৮৯২ সালে
- লাল গ্রহ কোনটি – মঙ্গল গ্রহ
- শান্ত সাগর কোথায় অবস্থিত – চাঁদ
- মঙ্গল গ্রহের উপরিভাগ বা আকাশের রঙ কেমন – গোলাপী
- আকাশের উজ্জলতম নক্ষত্রের নাম কী – লুব্দক
- গ্রহ রাজ বলা হয় কোন গ্রহকে – বৃহস্পতি
- সৌরজগতের কোন গ্রহটি পুর্ণ গ্রহের তালিকা থেকে বাদ পড়েছে – প্লুটো
- কোন গ্রহে দুইবার সুর্যোদয় হয় – মঙ্গল
- সৌরজগতের সর্বাতিক্ষুদ্র এবং গ্রহাণু বলয়ের একমাত্র বামন গ্রহের নাম কী – সেরেস
- সর্বপ্রথম সৌরকলঙ্ক ও বৃহস্পতির চারটি প্রাকৃতিক উপগ্রহ কে আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি
- কত সালে ফ্রেডরিখ বেসেল সফলভাবে একটি নাক্ষত্রিক লম্বন দৃষ্টিভ্রম পরিমাপ করেন – ১৮৩৮ সালে
- কোন প্রকল্প অনুসারে সৌরজগতের সৃষ্টি হয়েছিল – নীহারিকা