রবীন্দ্রনাথের যুগ (The Era of Rabindranath)
Published Date : 19-12-18
231 Views
  • কোন সময় রবীন্দ্র প্রভাতির যুগ বলে পরিচিত – আধুনিক বাংলা সাহিত্যে বিংশ শতাব্দীর প্রথমার্ধ
  • রবীন্দ্রনাথের কোন দুটি উপন্যাস উনিশ শতকের শেষ ভাগে প্রকাশিত হয়েছিল – বউঠাকুরানীর হাট ও  রাজর্ষি
  • বউঠাকুরানীর হাট কত সালে প্রকাশিত হয়েছিল – ১৮৮৩ সালে
  • রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান -১৯১৩ সালে
  • সন্ধ্যাসংগীত কত সালে প্রকাশিত হয়েছিল – ১৮৮২ সালে
  • কড়ি ও কোমল কত সালে প্রকাশিত হয়েছিল – ১৮৮৬ সালে
  • রবীন্দ্রনাথের লিখিত জীবনের সর্বশেষ্ঠ পর্যায় কোনটি – ঐশ্বর পর্ব
  • রবীন্দ্রনাথের কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি কি কি –  বলাকা, সোনারতরী, চৈতালি ইত্যাদি
  • চিত্রা কাব্যগ্রন্থটি কোন বছর প্রকাশিত হয়েছিল – ১৮৯৬ সালে
  • কোন কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথের জীবনের একটি বিশেষ প্রতীক বলে গৃহীত হয়েছিল – সোনারতরী
  • সোনারতরী কব্যগ্রন্থটি কোন বছর প্রকাশিত হয়েছিল – ১৮৯৪ সালে
  • শিশু কাব্যটি কত সালে রচনা করা হয়েছিল – ১৯০৬ সালে
  • কোন কাব্যগ্রন্থটির ইংরেজী অনুবাদের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার দেওয়া হয় – গীতাঞ্জলি
  • গীতাঞ্জলি কোন বছর প্রকাশিত হয়েছিল – ১৯১০ সালে
  • রবীন্দ্রনাথের জীবনের কোন পর্বটি বলাকা পর্ব নাম পরিচিত – পরিপক্ক পর্ব
  • রাজা ও রানী নাটকটি কত সালে প্রকাশিত হয়েছিল – ১৮৮৯ সালে
  • প্রায়শ্চিত নাটকটি কোন কাহিনী অবলম্বনে – বউরানীর হাট
  • রবীন্দ্রনাথের রচিত প্রহসন ও কমেডি নাটকগুলি হল – চিরকুমার সভা,শেষরক্ষা
  • রবীন্দ্রনাথের রচিত কয়েকটি তত্ত্ব আশ্রয়ী সাংকেতিক নাটকের নাম লেখ – রক্তকরবী, কালের যাত্রা, ডাকঘর, মুক্তধারা ইত্যাদি
  • রবীন্দ্রনাথের সর্বশেষ্ঠ সাংকেতিক নাটক কোনটি – ডাকঘর
  • ডাকঘর নাটকটি কত সালে প্রকাশিত হয়েছিল – ১৯১২ সালে
  • রবীন্দ্রনাথের অসাধারণ প্রতীক নাটক কোনটি – রক্তকরবী
  • রবীন্দ্রনাথের রচিত কয়েকটি নৃত্যনাট্যের নাম উল্লেখ কর – তাসের ঘর, চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, শ্যামা প্রভৃতি
  • চণ্ডালিকা নৃত্যনাট্যটি কোন বছর প্রকাশিত হয়েছিল – ১৯৩৭ সালে
  • সমাজের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথের লেখা একটি নাটকের নাম লেখ – গৃহপ্রদেশ
  • গৃহপ্রবেশ নাটকটি কোন বছর প্রকাশিত হয় – ১৯২৫ সালে
  • রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসটির নাম কি – করুণা
  • রবীন্দ্রনাথের প্রথম সার্থক উপন্যাসটির নাম কি – বউরানীর হাট
  • চোখের বালি কত সালে প্রকাশিত হয়েছিল – ১৯০৩ সালে
  • চোখের বালি কোন পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়েছিল – বঙ্গদর্শন
  • রবীন্দ্রনাথের রচিত কোন উপন্যাসটি য়ুরোপের সঙ্গে তুলনীয় – গোরা
  • রবীন্দ্রনাথের ঘরে বাহিরে উপন্যাসটি কত সালে রচনা করা হরেছিল – ১৯১৬ সালে
  • চতুরঙ্গ কত সালে প্রকাশিত হয়েছিল – ১৯১৫ সালে
  • রবীন্দ্রনাথের শেষজীবনে রচিত কাব্যধর্মী ও রোমান্স আশ্রিত উপন্যাসটির নাম কি – শেষের কবিতা
  • শেষের কবিতা কত সালে প্রকাশিত হয়েছিল – ১৯২৯ সালে
  • রবীন্দ্রনাথের মালঞ্চ কত বছর প্রকাশিত করা হয়েছিল – ১৯৩৪ সালে
  • কোন বছর বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয় – ১৮৭২ সালে
  • শিক্ষা প্রবন্ধ গ্রন্থটি কত সালে প্রকাশিত করা হয়েছিল – ১৯০৮ সালে

Quiz

0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments