ভারতীয় আন্দোলনের প্রথম যুগ (The First Era of the Indian Movement)
Published Date : 19-12-05
303 Views
  • ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন – উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল – বোম্বাই
  • কোন ভাইসর এর শাসনকালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠিত হয়ে থাকে – লর্ড ডাফরিন
  • ” রাজনৈতিক ভিক্ষুক ” রূপে কারা সমালোচিত হয়েছিল – কংগ্রেসের নরমপন্থী নেতারা
  • বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেতার নাম কি – সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  • ” চম্পারন সত্যাগ্রহ ” কোথায় হয়েছিল – বিহারের চম্পারনে
  • ‘ মুসলিম লিগ ‘ কোন বছর প্রতিষ্ঠিত করা হয়েছিল – ১৯০৬ সালে
  • স্বদেশী ও বয়কট আন্দোলনে সক্রিয় ভুমিকা পালন করেন কে – আবদুল রসুল
  • বাংলায় স্বদেশী আন্দোলনে সঙ্গে যুক্ত একজন নেত্রীর নাম লেখ – সরলাদেবী চৌধুরানী
  • ” বেঙ্গলি ” পত্রিকার সম্পাদক কে ছিলেন – সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  • কাকে ভারতের ” সশস্ত্র বিল্পববাদের জনক ” বলা হয় – বাসুদেব বলবন্ত ফাদ
  • কে ” লোকমান্য ” নামে পরিচিত ছিলেন – বালগঙ্গাধর তিলক
  • ” গদর ” শব্দের অর্থ কি – বিল্পব
  • ” গদর পার্টি ” কে প্রতিষ্ঠা করেন – লালা হরদয়াল
  • গদর দল কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল – আমেরিকা
  • কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় – ১৯১২ সালে
  • কোন বছর বঙ্গভঙ্গ রদ হয়েছিল – ১৯১১ সালে
  • অভিনব ভারত কে গঠন করেছিলেন – বিনায়ক দামোদর সাভাকর
  • কোন বাংলা সাপ্তাহিক বয়কটের প্রস্তাব দেয় – সঞ্জীবনী

Quiz

0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments