Published Date : 20-05-31
734 Views
- ভারতের প্রথম প্রধানমন্ত্রী – পণ্ডিত জওহরলাল নেহেরু
- ভারতের প্রথম বিমান বাহিনির প্রধান – সুব্রত মুখার্জ্জি
- ভারতের প্রথম পরমবীরচক্র প্রাপক – মেজর সোমনাথ শর্মা
- ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার হন – সুকুমার সেন
- ভারতে ভ্রমণকারী প্রথম চিনা পর্যটক – ফা-হিয়েন
- সুপ্রিমকোর্টের প্রথম বিচারপতি – হিরালাল জে কানিয়া
- ভারতে প্রথম নৌবাহিনীর প্রধান হয়েছিলেন – ভাইস অ্যাডমিলার আরডি কাটারি
- ভারতে প্রথম ছাপাখানা শুরু করেছিলেন – জেমস হিকি
- ভারতের প্রথম সেনা নায়কের সর্বাধিনায়ক হয়েছিলেন – জেনারেল কারিয়াপ্পা
- ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হন – বদরুদ্দিন তায়েবজি
- ভারতের প্রথম সেনা বাহিনীর প্রধান হয়েছিলেন – জেনারেল মহারাজা সিংজি
- ভারতের প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগকারী ছিলেন – শ্যামাপ্রসাদ মুখার্জ্জি
- ভারতের প্রথম লোকসভার স্পিকার ছিলেন – গনেশ বাসুদেব মাভ্লঙ্কার
- ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন – লর্ড উইলিয়াম
- ভারতের প্রথম ভাইসরয় ছিলেন – লর্ড ক্যানিং
- ভারতে প্রথম শিখ প্রধানমন্ত্রী ছিলেন – ড. মনমোহন সিং
- ভারতের প্রথম পাইলট ছিলেন – যে. আর. ডি. টাটা
- ভারতে সর্বপ্রথম একসঙ্গে উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন – সর্দার বল্লভভাই প্যাটেল
- ভারতে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন – রবীন্দ্রনাথ ঠাকুর
- ভারতে প্রথম অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন – অমর্ত্য সেন
- ভারতে সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন – ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণন
- ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ ছিলেন – জি ভি মাভ্লাঙ্কার
- ভারতে প্রথম অলিম্পিক পদক জয়ী ছিলেন – যে ডি যাদব
- ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন – মৌলানা আবুল কালাম আজাদ
- ভারতে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক ছিলেন – জি শংকর কাপুর
- ভারতে প্রথম ইংলিশ আতিক্রমকারি সাঁতারু হলেন – মিহির সেন
- ভারতের প্রথম মিস্টার ইউনিভার্স হলেন – মনোতোষ রায়
- ভারতে প্রথম ভারতরত্ন প্রাপক বিদেশি ব্যাক্তি হল – খান আব্দুল গফফর খান
- আন্তর্জাতিক আদালতের প্রথম বিছারপতি ছিলেন – বেনেগাল নারসিং রাও
- ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন – রাজেন্দ্র প্রসাদ
- ভারতে প্রথম আই সি এস উত্তীর্ন হয়েছিলেন – ডঃ রাজেন্দ্র প্রসাদ
- ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হয়েছিলেন – উমেশচন্দ্র ব্যানার্জ্জী
- ভারতের প্রথম উপ রাষ্ট্রপতি ছিলেন – ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণন
- ভারতে প্রথম নোবেল পুরস্কার জয়ী বিঙ্গানী ছিলেন – ডঃ সি ভি রমন
- ভারতে প্রথম ভারতরত্ন প্রাপক চলচিত্র পরিচালক ছিলেন – সত্যজিৎ রায়
- ভারতে প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন – ডঃ জাকির হোসেন