Published Date : 19-12-13
243 Views
- ইতিহাস কি – ইতিহাস বলতে মানব প্রগতির ধারাবাহিক কাহিনীকে বুঝায়
- ভারতের রাজনৈতিক ঐক্য কোন যুগে প্রথম সম্পাদিত হয় – মুঘল যুগে
- আর্যরা কোন জাতির বংশধর – নর্ডিক জাতির
- ভারতের সকল প্রাদেশিক ভাষার মূল উৎস কি – সংস্কৃত
- প্রাচীনকালের ভারতীয় রাজারা কি উপাধি ধারণ করতেন – একরাট, রাজাধিরাজ, রাজচক্রবর্তী
- কোন অঞ্চলকে আর্যাবর্ত বলে – বিন্ধ্যপর্বতের উত্তর ও হিমালয়ের দক্ষিণ ও পূর্ব-পশ্চিম বিস্তৃত অঞ্চলকে আর্যাবর্ত বলে
- “হিন্দু” শব্দের উৎপত্তি কিভাবে হয় – “সিন্ধু” শব্দের বিকৃতরূপ হতে “হিন্দু” শব্দের উৎপত্তি
- ভারতের আদিম অধিবাসী কারা – কোল, মুন্ডা প্রভৃতি
- আদিম মানবের যুগকে কয় ভাগে ভাগ করা হয় ও কিকি – আদিম মানবের যুগকে প্রধানত দুইভাগে ভাগ করা যথা পুরাতন প্রস্তর যুগ ও নবপ্রস্তর যুগ
- কোন যুগে নদীমাতৃক সভ্যতার বিকাশ ঘটেছিল – তাম্র যুগে
- লোহার ব্যবহার কোথায় প্রথম শুরু হয়েছিল – মিশর, ভারতবর্ষ, গ্রীস
- “মেসোপটেমিয়া” কথার অর্থ কি – দুটি নদীর মধ্যবর্তী দেশ
- ব্যাবিলনীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন – হামুরাবি
- কোন রাজার নামের ভিত্তিতে “ভারতবর্ষ” নামকরন করা হয়েছিল – রাজা ভরত
- কোথাকার রাজাদের ফ্যারাও বলা হত – মিশর
- মিশরীয় রাজবংশের প্রথম ফ্যারাও কে ছিলেন – ফ্যারাও নারমা
- “হায়েরোগ্লিফ” কোন দেশের লিপি – মিশরের
- অশোক কোন সময় সিংহাসন গ্রহণ করেছিলেন – খ্রি: পু: ২৭৩ অব্দে
- কে ভারতবর্ষকে “নৃতত্বতের জাদুঘর” বলে উল্লেখ করেছিলেন – ভিনসেন্ট স্মিথ
- প্রাচীন ভারতের একমাত্র ঐতিহাসিক গ্রন্থটি কি – রাজতঙ্গিনী