Published Date : 19-12-18
641 Views
- পানিপথের দ্বিতীয যুদ্ধ কবে শুরু হয়েছিল – ১৫৫৬ সালে
- হলদিঘাটের যুদ্ধ কোন বছর সংগঠিত হয়ে থাকে -১৫৭৬ সালে
- কোন বছর আকবরের মৃত্যু ঘটেছিল – ১৬০৫ সালে
- শাজাহানের আসল নাম কি – খুরম
- ঔরঙ্গজেব কবে মৃত্যু বরণ করেছিলেন – ১৬৫৮ সালে
- লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয় – ১৬০০ সালে
- নাদিম শাহ কবে ভারত আক্রমন করেছিলেন – ১৭৩৯ সালে
- শিখ ধর্মের শেষ গুরু কে ছিলেন – গোবিন্দ সিংহ
- পলাশীর যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল – ১৭৫৭ সালে
- ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয় – নানা ফড়নবীশ
- কোন মুঘল বাদশাহ শেষ দিল্লির সিংহাসন গ্রহণ করেছিলেন – দ্বিতীয় বাহাদুর শাহ
- কোম্পানির পর কে ভারতের শাসনভার গ্রহণ করেছিলেন – মহারানী ভিক্টরিয়া
- ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন – লর্ড ক্যানিং
- ভারতে কবে রেলপথ চালু হয়েছিল – ১৮৫৩ সালে
- ভারতে নীল কারখানা প্রথম কে স্থাপন করেছিলেন – লুই বোনার
- ভারতে কে প্রথম চা গাছ আবিষ্কার করেছিলেন – রবার্ট ব্রুশ
- বাংলাদেশে প্রথম কবে কফি চাষ শুরু হয়েছিল – ১৮৩২ সালে
- ভারতে প্রথম কবে কাপড়ের কল স্থাপিত হয়েছিল – ১৮৫৩ সালে
- সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় আত্মপ্রকাশ ঘটেছিল – ব্যারাকপুর
- সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে হয়েছিলেন – মঙ্গল পান্ডে
- ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি – কলকাতা বিশ্ববিদ্যালয়
- ভারত সভা কে স্থাপন করেছিলেন – সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
- রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিলেন – স্বামী বিবেকানন্দ
- নাট্ট্যাভিনয় সংক্রান্ত আইন কবে প্রণয়ন করা হয়েছিল – ১৮৭৬ সালে
- বঙ্গভঙ্গ কোন সময় থেকে কার্যকর হয়েছিল – ১৯০৫ সাল
- বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয় – সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
- রাষ্ট্রগুরু কাকে বলা হয় – সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
- রাখীবন্ধন অনুষ্ঠানের পরিকল্পনা কে করেছিলেন – রবীন্দ্রনাথ ঠাকুর
- ইংরেজের আমলে ভারতে রেলপথের দৈর্ঘ্য কত ছিল – ৩৬,০০০ মাইল
- লোকমান্য রূপে কে পরিচিত ছিলেন – বালগঙ্গাধর তিলক
- আলিপুর বোমার মামলার প্রথম আসামী কে ছিলেন – অরবিন্দ ঘোষ
- বিপ্লবী ক্ষুদিরাম বসুর কবে ফাঁসি হয়েছিল – ১৯০৮ সালে
- লন্ডনে প্রথম গোল বৈঠক কবে বসেছিল – ১৯৩০ সালে
- রাশিয়ায় বলশেভিক বিল্পব কবে ঘটেছিল – ১৯১৭ সালে
- কবে কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠিত হয়েছিল – ১৯২৫ সালে কানপুর
- দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ কবে সংগঠিত হয়েছিল – ১৯৩৯ সালে
- ভারত ছাড়ো আন্দোলন কে শুরু করেছিলেন – মহাত্মা গান্ধী
- কে প্রথম আজাদ হিন্দ ফৌজ সংগঠিত করেছিলেন – রাজবিহারী বসু
- ভারতীয় রাজনীতিতে লৌহবানব কাকে বলা হয় – বল্লভ ভাই প্যাটেল
- বাজেয়াপ্ত নীতি কে চালু করেছিলেন – লর্ড ডালহৌসি
- ব্যাঙ্ক জাতীয়করণ কবে হয়েছিল – ১৯৭০ সালে
- মোট কটি ব্যাঙ্কের জাতীয়করণ করা হয় – ১৪ টি