ইতিহাসের ধারা (The Genre of History) part-3
Published Date : 19-12-21
235 Views
  • কত সালে পাঞ্জাব ও হরিয়ানা বিভক্ত হয়ে পৃথক রাজ্যের মর্যাদা লাভ করে – ১৯৬৬ সালে
  • মনিপুর, ত্রিপুরা, মেঘালয় এই সমস্ত রাজ্যগুলি কত সালে পূর্ণ রাজ্যের স্বীকৃতি লাভ করে – ১৯৭২ সালে
  • স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন -জওহরলাল নেহেরু
  • পস্পাই নগরী কত সালে ধ্বংস হয় – ৭৯ সালে
  • লালকেল্লা কে তৈরী করেন – শাহজাহান
  • হিরোসিমা ও নাগাসাকিতে কত সালে বোমা ফেলা হয়েছিল – ১৯৪৫ সালে
  • কবে রাজা নন্দকুমারকে ফাঁসি দেওয়া হয়েছিল – ১৭৭৫ সালে
  • ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন – লাবাহাদুর শাস্ত্রী
  • পৃথিবীর প্রাচীনতম লিখিত ভাষা কোনটি – সুমেরীয়
  • হিন্দু ধর্মের লুথার কাকে বলা হয় – স্বামী দয়ানন্দ সরস্বতী
  • জব চার্ণকের বাসস্থানের বর্তমান নাম কি – ব্যারাকপুর
  • “ডু অর ডাই” এই উক্তিটি কার – মহাত্মা গান্ধী
  • খালাসার প্রতিষ্ঠাতা কে ছিলেন গুরু গোবিন্দ সিংহ
  • কোন মহাপন্ডিত আলেকজান্ডারের শিক্ষক ছিলেন – অ্যারিস্টটল
  • ভারতীয় সংবিধানের রূপকার কাকে বলা হয়ে থাকে – বি.আর. আম্বেকর
  • মরিশাস কবে প্রজাতন্ত্র হিসেবে ঘোষিত হয়েছিল – ১৯২২ সালে
  • আব্রাহাম লিঙ্কন কবে নিহিত হয়েছিলেন – ১৮৬৫ সালে
  • কলকাতায় প্রথম মেয়েদের স্কুল কোনটি – বেথুন
  • কলকাতায় ফোর্ট উইলিয়াম কার নাম অনুসারে হয়েছিল – চতুর্থ উইলিয়াম
  • ভারতে প্রথম রেললাইন পাতার কাজ কবে শুরু হয়েছিল – ১৮৪৫ সালে
  • চিনে কত সালে মাঞ্চুতন্ত্রের প্রতিষ্ঠা করা হয় – ১৬৪৪ সালে
  • রোমচুক্তি কবে সম্পাদিত হয়েছিল – ১৯৫৭ সালে
  • পাকিস্তান কথার অর্থ কি – পবিত্র ভূমি
  • আমেরিকা স্বাধীনতা দিবস হিসেবে কোন দিনটিকে পালন করা হয় – ৪ জুলাই
  • কলকাতার জন্মদিন হিসেবে কোন দিনটিকে ধরা হয়ে থাকে – ২৪ অগাস্ট

Quiz

0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments