অন্তঃক্ষরা গ্রন্থির অবস্থান
Published Date : 21-03-07
218 Views

মানবদেহে অন্তঃক্ষরা গ্রন্থির অবস্থান ও তাদের থেকে নিঃসৃত হরমোন

অন্তঃক্ষরা গ্রন্থি

অবস্থান

নিঃসৃত হরমোন

  • পিটুইটারি
মস্তিষ্কের করোটির স্ফেনয়েড অস্থির সেলাটার সিকা প্রকোষ্ঠে অগ্রভাগ STH ,TSH ,ACTH ,GTH , LTH মধ্যভাগ , MSH পশ্চাদ ভাগ, ADH ও অক্সিটোসিন।
  • অ্যাড্রিনাল
বৃক্কের ওপর কর্টেক্স -গুলুকোকর্টিকয়েড যৌন কর্টিকয়েড মিনারলো কর্টিকয়েড, মেডালা অ্যাড্রিনালিন , নর অ্যাড্রিনালিন।
  • থাইরয়েড
গ্রীবাদেশ (ল্যারিংস এবং ট্রাকিয়ার দু পাশে ) থাইরক্সিন , ট্রাই -আয়োডা -থাইরোনিন।
  • আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স
অগ্নাশয়ের মধ্যে ইন্সুলিন ,গ্লুকাগন ও সোমাটোটেস্টিন (বিটা কোশ, আল্ফ়া কোশ ,গামা কোশ )।
  • থাইমাস
থাইরয়েডের নিচে ট্রাকিয়ার অঙ্কদেশে অবস্থিত থাইমোসিন।
  • পিনিয়াল বডি
মস্তিস্ক (কর্পাস ক্যালোসাসের নিচে অবস্থিত) মানবদেহের এই গ্রন্থি থেকে বিশেষ কোনো হরমোন নিঃসৃত হয়না। অন্নান্ন স্তন্যপায়ী প্রাণীদের মেলাটোনিন , গ্ল্যামেরিউ-লোট্রফিন হরমোন নিঃসৃত হয়।
  • প্যারাথাইরয়েড
থাইরয়েড অঙ্কদেশ প্যারাহরমোন।
  • ডিম্বাশয়
স্ত্রীদেহের শ্রোনীগহ্বরে ইস্ট্রোজেন ,প্রোজেস্টেরন এবং রিলাক্সিন।
  • শুক্রাশয়
পুরুষদেহের দেহগহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে টেস্টোস্টেরোন এবং অ্যানড্রোস্টেরোন।
  • প্লাসেন্টা
গর্ভবতী স্ত্রী দেহের জরায়ু গাত্রে কোরিওনিক গোনাডোট্রফিন , ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন , রিলাক্সিন।

 

0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments