পৃথিবীর প্রধান প্রধান হ্রদ সমূহ
Published Date : 21-02-08
628 Views
  • হ্রদের দেশ বলা হয় -ফিনল্যান্ড।

পৃথিবীর প্রধান প্রধান হ্রদ সমূহ :-

নাম অবস্থান আয়তন (বর্গ কিমি ) বিশিষ্টতা
কাস্পিয়ান সাগর এশিয়া -ইউরোপ ৩,৭১,০০০ পৃথিবীর বৃহত্তম লবনাক্ত জলের হ্রদ।
বৈকাল হ্রদ এশিয়া ৩১,৫০০ পৃথিবীর প্রাচীনতম হ্রদ এবং বিশ্বের গভীরতম হ্রদ ।
টিটিকাকা হ্রদ পেরু -বলিভিয়া ৮,৩০০ পৃথিবীর উচ্চতম হ্রদ।
সুপিরিয়র হ্রদ উত্তর আমেরিকা ৮২,১০০ পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ।
জর্ডন হ্রদ পৃথিবীর নিম্নতম হ্রদ।
ভিক্টোরিয়া আফ্রিকা ৬৯ ,৫০০
মরুসাগর ক্যালিফোর্নিয়া ৪২০ মিটার পৃথিবীর সর্বাধিক লবনাক্ত হ্রদ।
বলখাস হ্রদ কাজাখস্থান ১৮,৩০০
লেগুন হ্রদ পৃথিবীর বৃহত্তম উপহ্রদ।

 

টাঙ্গানিকা হ্রদ আফ্রিকা ৩২,৯০০ পৃথিবীর দীর্ঘতম হ্রদ।
হুরণ হ্রদ উত্তর আমেরিকা ৫৯,৬০০
ইরি হ্রদ উত্তর আমেরিকা ২৫,৬৬৭ গ্রেট লেক সিস্টেমের মধ্যে হ্রদ যা বিভিন্ন ঐতিহাসিক ঘটনা interweaving একটি গিঁট।
মিচিগান হ্রদ উত্তর আমেরিকা ৫৭,৮০০ মিষ্টি জলের হ্রদ
ওন্টারিও হ্রদ উত্তর আমেরিকা ১৯,৫২৯ মিষ্টি জলের হ্রদ
গ্রেট বিয়ার উত্তর আমেরিকা ৩১,৩০০ কানাডায় সর্ববৃহৎ হ্রদও  উত্তর আমেরিকার চতুর্থ বৃহত্তম এবং বিশ্বের আটটি বৃহত্তম শহর
  আরব সাগর এশিয়া ৩০,৭০০ পাকিস্তানের করাচি এবং ভারতের মুম্বাই এই সাগরের তীরে অবস্থিত প্রধান সমুদ্র বন্দর।
ম্যারাকাইবো ভেনেজুয়েলা ১৩,৩০০
মালাউই সাগর আফ্রিকা ২৮,৯০০
উইনিপেগ কানাডা ২৪,৩৮৭
গ্রেট স্লেভ কানাডা ২৮,৫৬৮ উত্তর আমেরিকার গভীরতম হ্রদ এবং বিশ্বের দশম বৃহত্তম হ্রদ।
চিলিকা হ্রদ ওড়িশা উপকূল 64.3  কিমি এশিয়ার বৃহত্তম উপহ্রদ।
সম্বর  হ্রদ রাজস্থান ৩৬০ মিটার উচ্চতা ভারতের বৃহত্তম লবনাক্ত জলের হ্রদ(ভারতের বৃহত্তম প্লায়া হ্রদ ) ।
প্যাংগং লাদাখ ৪৩৫০ মিটার পৃথিবীর উচ্চতম লবনাক্ত জলের  হ্রদ ও ভারতের উচ্চতম হ্রদ।
ডাল লেক জম্মু কাশ্মীর ৭.৪৪ কিমি কাশ্মীরের রত্ন
লোকটাক মনিপুর ৭৬৮.৫ মিটার উচ্চতা উত্তর -পূর্ব ভারতের দীর্ঘতম স্বাদু জলের হ্রদ এবং ভাসমান হ্রদ নামে পরিচিত।
উলার হ্রদ জম্মু ও কাশ্মীর ১৫৮০ মিটার

 

এই হ্রদ ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ।
কোর বা তাল উত্তর প্রদেশ ও বিহার উত্তর প্রদেশের ও বিহারের অশ্বখুরাকৃতি হ্রদ
গোবিন্দ সাগর হিমাচল প্রদেশ কৃত্রিম হ্রদ

 

0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments