নাট্যকারের নাম ও তাদের লেখা গ্রন্থ
Published Date : 21-03-05
126 Views

নাট্যসাহিত্যে কয়েকজন বিখ্যাতনাট্যকারের নাম ও তাদের লেখা নাট্যগ্রন্থ ও প্রকাশ কাল 

নাট্যকারের নাম গ্রন্থের নাম প্রকাশ কাল
মাইকেল মধুসূদন দত্ত শর্মিষ্ঠা ১৮৫৯ খ্রি:
পদ্মাবতী ১৮৬০ খ্রি:
একেই কি বলে সভ্যতা ১৮৬০ খ্রি:
বুড়ো শালিকের ঘাড়ে রো ১৮৬০ খ্রি:
কৃষ্ণকুমারী ১৮৬১ খ্রি:
দ্বিজেন্দ্রলাল রায় কল্কি অবতার ১৮৯৫ খ্রি:
বিরহ ১৮৯৭ খ্রি:
পাষাণী ১৯০০ খ্রি:
ত্রৈঝস্পর্শ ১৯০০ খ্রি:
প্রায়শ্চিত্ত ১৯০২ খ্রি:
তারাবাঈ ১৯০৩ খ্রি:
প্রতাপসিংহ ১৯০৫ খ্রি:
দুর্গাদাস ১৯০৫ খ্রি:
সোরাব রুস্তম ১৯০৮ খ্রি:
মেবার পতন ১৯০৮ খ্রি:
নুরজাহান ১৯০৮ খ্রি:
পুনর্জন্ম ১৯১১ খ্রি:
চন্দ্রগুপ্ত ১৯১১ খ্রি:
আনন্দ বিদায় ১৯১২ খ্রি:
ভীষ্ম ১৯১৪ খ্রি:
সিংহল বিজয় ১৯১৫ খ্রি:
দীনবন্ধু মিত্র নীলদর্পণ ১৮৬০ খ্রি:
নবীন তপস্বিনী ১৮৬০ খ্রি:
সধবার একাদশী ১৮৬৬ খ্রি:
বিয়ে পাগলা বুড়ো ১৮৬৬ খ্রি:
লীলাবতী ১৮৬৭ খ্রি:
জামাই বারিক ১৮৭২ খ্রি:
দ্বাদশ কবিতা ১৮৭২ খ্রি:
কমলে কামিনী ১৮৭৩ খ্রি:
গিরিশচন্দ্র ঘোষ আগমনী ১৮৭৭ খ্রি:
অকালবোধন ১৮৭৭ খ্রি:
দোললীলা ১৮৭৮ খ্রি:
মোহিনীপ্রতিমা ১৮৮১ খ্রি:
রাবনবধ ১৮৮১ খ্রি:
অভিমুন্যবধ ১৮৮১ খ্রি:
সীতার বনবাস ১৮৮২ খ্রি:
সীতার বিবাহ ১৮৮২ খ্রি:
লক্ষণ বর্জন ১৮৮২ খ্রি:
রামের বনবাস ১৮৮২ খ্রি:
সীতাহরণ ১৮৮২ খ্রি:
নিমাই সন্ন্যাস ১৮৮২ খ্রি:
পাণ্ডবের অঙ্গাত বাস ১৮৮২ খ্রি:
চৈতন্যলীলা ১৮৮৪ খ্রি:
বেল্লিক বাজার ১৮৮৬ খ্রি:
বুদ্ধদেব চরিত ১৮৮৭ খ্রি:
বিল্বমঙ্গল ১৮৮৮ খ্রি:
প্রফুল্ল ১৮৮৯ খ্রি:
হারানিধি ১৮৯০ খ্রি:
সভ্যতার পান্ডা ১৮৯৩ খ্রি:
পাঁচ কোনে ১৮৯৬ খ্রি:
মায়াবসান ১৮৯৮ খ্রি:
পান্ডব গৌরব ১৯০০ খ্রি:
জনা ১৯০৪ খ্রি:
বলিদান ১৯০৫ খ্রি:
সিরাজদ্দৌলা ১৯০৬ খ্রি:
মীরকাশিম ১৯০৬ খ্রি:
সৎনাম ১৯০৪ খ্রি:
ছত্রপতি শিবাজী ১৯০৭ খ্রি:
শাস্তি কি শান্তি ১৯০৮ খ্রি:
শঙ্করাচার্য ১৯১০ খ্রি:
অশোক ১৯১১ খ্রি:
তপোবন ১৯১২ খ্রি:
গৃহলক্ষী ১৯১২ খ্রি:
0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments