মানবদেহে হৃৎপিন্ডের বিভিন্ন কপাটিকার অবস্থান ও কাজ
কপাটিকার নাম |
অবস্থান |
কাজ |
পালমোনারি কপাটিকা |
ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে অবস্থিত। |
রক্তকে ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীতে প্রেরণ করা , কিন্তু রক্তকে বিপরীত পথে যেতে বাঁধা দেওয়া। |
অ্যাওটিক কপাটিকা |
বাম নিলয় ও মহাধমনীর সংযোগ স্থলে অবস্থিত। |
রক্তকে বাম নিলয় থেকে মহাধমনীতে প্রেরণ করা এবং রক্তকে বিপরীত পথে যেতে বাঁধা দেওয়া। |
ট্রাইকাস্পিড কপাটিকা |
ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে অবস্থিত। |
ডান অলিন্দ থেকে রক্তকে ডান নিলয়ে প্রেরণ করা , কিন্তু রক্তকে বিপরীত পথে যেতে বাঁধা দেওয়া। |
বাইকাস্পিড বা মাইট্রাল কপাটিকা |
বাম অলিন্দ বা বাম নিলয়ের সংযোগস্থলে অবস্থিত। |
বাম অলিন্দ থেকে রক্তকে বাম নিলয়ে প্রেরণ করা , কিন্তু রক্তকে বিপরীত পথে যেতে বাঁধা দেওয়া। |
থিবেসিয়ান কপাটিকা |
করোনারি সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত। |
হৃৎপিন্ড গাত্র থেকে আগত রক্তকে ডান অলিন্দে প্রেরণ করা। |
ইউস্টেচিয়ান কপাটিকা |
নিম্ন মহাশিরা ও ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত। |
রক্তকে নিম্ন মহাশিরা থেকে ডান অলিন্দে প্রেরণ করা। |