Published Date : 19-08-23
241 Views
- মিশরীয় ফ্যারাওদের জন্যএই সমস্ত রাজকীয় গম্বুজগুলি আনুমানিক ৪০০০ বছর পূর্বে নির্মিত হয়ে ছিল।
- মাধবর্তী কক্ষে মিশরের রাজা কিংবা ধনী ব্যক্তিদের মমিকৃত দেহ রাখা হত।
- এদের চারপাশে ওই ব্যক্তিদের ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী ছড়িয়ে রাখা হত।
- বর্তমানে ঐতিহাসিকদের গবেষণা ও সন্ধানের দ্বারা একই রকম ৭০০ টি পিরামিডের সন্ধান পাওয়া গিয়েছে।
- মিশরের পিরামিড প্রধানত তিন ধরণের যথা খুফুর মিরামিড, খা-ফা-রা-র পিরামিড,মিসোরিনাস রে মেনেকাউরে পিরামিড।
- এতিহাসিক গবেষণা থেকে জানা গিয়েছে যে নিম্ন নীলনদ উপত্যকার গিজেইতে সন্নিকটে অবস্থিত বিশালকার পিরামিডটি রাজা খুফুর উদ্দেশ্য নির্মিত করা হয়েছিল।
- এই পিরামিডটির আয়তনের বৈশিষ্ট্য হলো ১৪৬.৫ মিটার লম্বা, এবং প্রায় ২,৩০০ টি খন্ড পাথরের দ্বারা তৈরী।
- প্রতিটি পিরামিডের ওজন প্রায় ২.৫ টন।
- গ্রিকেরদের সর্বশ্রেষ্ঠ দেবতা জিউসের মূর্তিটি অলিম্পিয়া উপত্যকায় অবস্থিত।
- মূর্তিটি কাঠের তৈরী এবং মূর্তিটিতে সোনা ও গজদন্তের কারুকার্য করা হয়ে ছিল।
- গ্রীকের দেবতা জিউসের ওপরে তৈরী করা মূর্তিটির গঠনের সময়কাল হলো খীষ্ট পূর্বাব্দ পঞ্চম শতকে মাঝামাঝি।
- বিখ্যাত গ্রীকের এই দেবতা মূর্তিটি শেষ পর্যন্ত ইস্তানবুলের দ্বারা এক ভয়াভয় অগ্নিকান্ডে মাধ্যমে নষ্ট হয়ে যায়।
- ব্যাবিলনের শূন্যদানটি খ্রিস্টপূর্বাব্দ ষষ্ট শতকে নেবু চাদনেজার-ii আমলে নির্মিত হয়েছিল।
- এটি ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত।
- ভূমি থেকে প্রায় ২৩-৯১ মিটার উঁচুতে সারিসারি ঢালবিশিষ্ট সিঁড়ির মাধ্যমে সোপান শ্রেণী দ্বারা এই উদ্যানটি সাজানো হয়েছিল।
- সোপানগুলির উপরে বিভিন্ন রকমের ফুল ও তার উপরে বিভিন্ন উদ্ভিদগুলি একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে রয়েছে।