মানব দেহের কর্ণের বিভিন্ন অবস্থান ও কাজ (The Various Positions and Functions of the Ear of the Human Body)
Published Date : 19-04-21
438 Views
চোখের অংশ অবস্থান কাজ
ককলিয়া অন্তঃকর্ণ অনুভুতি গ্রহণ করে মস্তিস্কে প্রেরণ করে।
কর্ণচ্ছত্রবা পিনা মস্তিস্কের উভয় পার্শ্বে শব্দত্বরঙ্গ গ্রহন ও প্রেরণ করা।
কর্ণপটহ কর্ণ কুহরের শেষপ্রান্তে শব্দ ত্বরঙ্গ মধ্য কর্ণে প্রেরণ করা
কোটিযন্ত্র ককলিয়ার উপরিভাগ শব্দ গ্রহণ মাধ্যম হিসেবে কাজ করে।
অটোলিথ যন্ত্র অন্তঃকর্ণ দেহের ভারসম্য রক্ষা করে।
কর্ণকুহর কর্ণছত্রের মধ্যভাগে শব্দতরঙ্গ বহন করে।
ইউস্টেচিয়ান নালী মধ্যকর্ণ ও গলবিল বায়ুর চাপের সমতা বজায় রাখা।
অর্ধবৃত্তাকার  নালী অন্তঃকর্ণ দেহের ভারসম্য রক্ষা।
কর্ণঅস্থি মধ্যকর্ণ শব্দতরঙ্গ অন্তঃকর্ণে প্রেরণ করা।

cloudquiz

2 1 vote
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments