Published Date : 21-04-03
123 Views
ভারতের পারমাণবিক গবেষণার সময় সারণী
২০জানুয়ারি,১৯৫৭ | ট্রম্বতে প্রধানমন্ত্রী জওহরনাল নেহেরু অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট উদ্বোধন করেন। |
২২জানুয়ারি,১৯৬৫ | প্লুটোনিয়াম প্ল্যান্টের উদ্বোধন। |
২২জানুয়ারি,১৯৬৭ | অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট এর পূর্ণ নামকরণ হয় – ‘ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার’। |
২৭ জানুয়ারি,১৯৮৪ | মার্দ্রাজে কালাপক্কমে ইউনিট -১ এর প্রথম বাণিজ্যিক উৎপাদন শুরু ,ইউনিট -২ এর বাণিজ্যিক উৎপাদন শুরু হয় ২১ শে মার্চ , ১৯৮৬ তে। |
৩০জানুয়ারি,১৯৫৯ | ট্রম্বের ইউরেনিয়াম মেটাল প্লান্ট এর ইউরেনিয়াম উৎপাদন শুরু। |
১৯ফেব্রুয়ারি,১৯৮৪ | সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজির ইন্দোরে উদ্বোধন। |
১২ মার্চ , ১৯৯৪ | হোমিজাহাঙ্গীর ভাবা শ্রী দোরাবজি টাটাকে পারমাণবিক গবেষণা শুরু করার জন্য চিঠি লিখলেন। |
১২ মার্চ , ১৯৬৯ | কালপক্কমে রিঅ্যাকটর রিসার্চ সেন্টার এর উদ্বোধন ,পরে ১৯৮৫ সালে ১৮ ই ডিসেম্বর এর নাম ‘ ইন্দিরা গান্ধী সেন্টার অফ অ্যাটমিক রিসার্চ’। |
৮ মে, ১৯৭৪ | রাজস্থানের পোখরানে প্রথম শান্তিপূর্ণভাবে ভূ-পৃষ্ঠের অভ্যন্তরে পরীক্ষা মূলক পারমাণবিক বিস্ফোরণ করা হয়। |
১১ মে , ১৯৯৮ | ভারত P – 5 দোলে যোগ দেয়। |
১০ জুন , ১৯৯৫ | পৃথিবী ব্যাপী নিউক্লিয়ার পাওয়ার স্টেশন চালনার ক্ষেত্রে ভারত ১১ তম স্থান অধিকার করে। |
২৯ জুলাই , ১৯৪৯ | রেয়ার মিনারেলস সার্ভে গঠন এবং পরে এই ইউনিট অ্যাটমিক মিনারেলস ডিভিশনে পরিবর্তিত হয়। |
৩ আগস্ট ,১৯৫৪ | ডিপার্টমেন্ট অব অ্যাটমিক এনার্জি গঠন। |
৪ আগস্ট , ১৯৫৬ | এশিয়ার প্রথম রিসার্চ রিঅ্যাকটার – অপ্সরার সফল উদ্বোধন। |
১০ আগস্ট , ১৯৪৮ | অ্যাটমিক এনার্জি কমিশন গঠন। |
২ অক্টোবর , ১৯৬৯ | তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন বাণিজ্যিক ভাবে উৎপাদন শুরু। |
৪ অক্টোবর , ১৯৬৭ | বিহারের যদুগোড়াতে ইউরেনিয়াম কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড স্থাপিত হয়। |
২৪ অক্টোবর,১৯৯১ | ১৯৮৯ সালে ১২ ই মার্চে ইউনিট ১ এর পর নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশনের ইউনিট ২ চালু। |
১৫ নভেম্বর ,১৯৮৩ | অ্যাটমিক এনার্জি রেগুলেটরী বোর্ড এর গঠন। |
১৬ ডিসেম্বর,১৯৮৫ | কালাপক্কম F B T R জাতির উদ্দেশ্যে সমর্পন। |
১৯ ডিসেম্বর, ১৯৪৫ | মুম্বাইতে টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চের উদ্বোধন। |
৩১ ডিসেম্বর,১৯৬৮ | হায়দ্রাবাদে নিউক্লিয়ার ফ্লুয়েলকমপ্লেক্স স্থাপিত হয়। |