Published Date : 19-08-04
178 Views
- ভারতবর্ষের নাম “ভারতবর্ষ” হলো কারণ – পুরাণকালে কৌরব বংশে “ভরত” নাম একজন শ্রেষ্ঠ নৃপতি ছিলেন। তার নাম অনুসারে আমাদের দেশের নাম হয় ভারতবর্ষ।
- ভারতবর্ষের বৃহত্তম রাজ্য হলো – মধ্যপ্রদেশ।
- ভারতবর্ষের মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হল – ১৩৫ টি।
- ভারতের ডাকঘরের সংখ্যা হল – ৮০ হাজারের বেশি।
- ভারতবর্ষে গ্রামের সংখ্যা হল – প্রায় ৪ লক্ষ ৬৭ হাজার।
- ভাতবর্ষে শহরের সংখ্যা হল – ২৬৯০ টি।
- ভারতে প্রথম ডাক টিকিটের প্রচলন করা হয় – ১৮২৫ সালে।
- ভারতের মানচিত্র অঙ্কিত হয়েছিল – ১৭৮১ সালে।
- ভারতের প্রথম ভূ-উপগ্রহের নাম হল – এথল।
- ভারতের সোনা পাওয়া যায় – কর্ণাটক রাজ্যে।
- পি.ভি. নরসিহমা রাওয়ের পুরো নাম হল – পামুলাপতি বেঙ্কট নরসিহমা রাও।
- মহাত্মা গান্ধীকে সর্বপ্রথম মহাত্মা বলেছিলেন – রবীন্দ্রনাথ ঠাকুর।
- রাজীব গান্ধীর ঠাকুরদাদার নাম হল – জাহাঙ্গীর খাঁ।
- ভারতবর্ষে উৰ্দু ভাষাকে দ্বিতীয় স্থান দেওয়া হয়েছে – বিহার ও উত্তরপ্রদেশ রাজ্যে।
- ভারতে প্রথম পাতাল রেলগাড়ি চলেছিল – ২১ অক্টোম্বর ১৯৮৪ সালে কলকাতাতে।
- স্বাধীন ভারতের প্রথম নির্বাচন হয় – ১৯৫১ সালে নভেম্বর মাসে।
- ভারতীয় জাতীয় রিজার্ভ ব্যাঙ্কের স্থাপন হয়েছিল – ১৯৩৫ সালে।
- ভারতের সবচেয়ে বড় হোটেল অবস্থিত – দক্ষিণ মুম্বাইয়ের।
- ভারতীয় গণরাজ্যে প্রথম সভাপতি হলেন – ডাঃ জাকির হোসেন।
- ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর ছিলেন – ওয়ারেন হেস্টিংস।
- ভারতের সবচেয়ে সন্দুর ইমারতের নাম হল – তাজমহল।
- দিল্লীর লালকেল্লা তৈরী করেন – শাহজাহান।
- ভারত হল – ধর্ম নিরপেক্ষ স্বাধীন সার্বভৌম প্রজাতান্ত্রিক রাষ্ট্র।
- ভারতের টাকশাল অবস্থিত হয়েছিল – কলকাতা ও মুম্বাইতে।
- ভারতবর্ষে সর্বপ্রথম ফুটবল খেলার প্রচলন হয়েছিল – ১৮০২ সালে মুম্বাইতে।
- ভারতে সর্বপ্রথম বৈদ্যুতিক রেল চালু হয়েছিল – ১৯২৫ সালে।
- ভারতবর্ষের প্রথম সংবাদ – হিফিজ ক্যালকাটা গেজেট (১৭৮১)।
- ভারতের প্রথম টেলিফোনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা প্রচলন হয়েছিল – ১৮৮১ সালে কোলকাতাতে।