প্রাণীদের বিভিন্ন গ্রন্থি (Part – 1)
Published Date : 21-03-15
140 Views

প্রাণীদের বিভিন্ন গ্রন্থি (Various Glands of Animals )

গ্রন্থির নাম গ্রন্থির অবস্থান কাজ
  • অ্যাসিনাস গ্রন্থি (Acinous glands)

১. সোনা ব্যাঙের ত্বকে এবং যকৃতে ।

২. মানুষের অগ্নাশয়ে ।

৩. খরগোশের যকৃতে।

১. মিউকাস ক্ষরণ করা।

২. অগ্ন্যাশয় রস ক্ষরণ করা।

৩. পিত্ত ক্ষরণ করা।

  • সেরুমিনাস গ্রন্থি (Ceruminous glands)

স্তন্যপায়ী প্রাণীদের বহি:কর্ণ নালিতে ।

সেরুমেন নিঃসরণ করা।

  • অ্যাড্রিনাল গ্রন্থি (Adrenal glands )

মানুষ সহ মেরুদন্ডী প্রাণীদের বৃক্কের ওপর ।

অ্যাড্রিনালিন ,নর অ্যাড্রিনালিন এবং কয়েকপ্রকার কর্টিকয়েড হরমোন নিঃসরণ করা।

  • বাল্ব -ইউরেথ্রাল গ্রন্থি বা কাউপারের গ্রন্থি (Bulbo -urethral glands or Cowper ‘s glands )

পুরুষ মানুষ , খরগোশ প্রভৃতি প্রাণীর ইউরেথ্রা বরাবর।

বীর্য নির্গমনের জন্য ইউরেথ্রাকে সিক্ত রাখে।

  • অ্যাপোক্র্রাইন গ্রন্থি (Apocrine gland )

স্তন্যপায়ী প্রাণীদের ত্বকে।

স্তনগ্রন্থির মতো ক্ষরণ।

  • ব্রূনার বর্ণিত গ্রন্থি (Brunner ‘s glands )

গিনিপিগ , খরগোশ এবং অন্যান স্তন্যপায়ী প্রাণীর ডিওডিনামে।

মিউকাস ক্ষরণ করে।

  • বার্থোলিন গ্রন্থি (Barthollin glands)

স্ত্রী খরগোশ , গিনিপিগ এবং স্ত্রীলোকদের জনন নালিতে।

বিশেষ রস ক্ষরণ করে সঙ্গমকালে লুব্রিকান্টের কাজ করে।

  • গ্যাস্ট্রিক গ্রন্থি
  • পেপটিক গ্রন্থি (Peptic glands )
  • ২.অক্সিনট্রিক গ্রন্থি (Oxyntic glands )

মেরুদন্ডীপ্রাণীদের পাকস্থলীর অন্ত:প্রাচীরে ।

পাকরস ক্ষরণ করা।

পেপটিক গ্রন্থি থেকে পেপসিন এবং অক্সিনটিক গ্রন্থি থেকে HCL ক্ষরিত হয়|

  • ডার্মাল গ্রন্থি বা ঘর্ম গ্রন্থি (Dermal glands or Sweat glands )
স্তন্যপায়ী প্রাণীদের ত্বকে। ঘর্ম নিঃসরণ করা।
  • ল্যাক্রিমাল গ্রন্থি বা অশ্রু গ্রন্থি (Lacrimal glands or Tear glands )
স্তন্যপায়ী প্রাণীদের চক্ষুর উর্ধপল্লবে। অশ্রু নিঃসরণ করা।
  • হার্ডারিয়ান গ্রন্থি (Hardarian glands )
সরীসৃপ ,পক্ষী ও স্তন্যপায়ীদের চক্ষুর ভেতর দিকে। নিঃসৃত রস নিকোটিটেটিং পর্দাকে সিক্ত রাখে এবং লুব্রি ক্যান্ট রূপে কাজ করে।
  • পেরিনিয়াল গ্রন্থি (Perineal glands )
স্তন্যপায়ী প্রাণীদের পেরিনিয়াল অঞ্চলে। ক্ষরণ বিশেষ গন্ধ সৃষ্টি করে যৌন আকর্ষণ সৃষ্টি করে।
  • সিবেসিয়াস গ্রন্থি (Sebacious glands )
স্তন্যপায়ীদের ত্বকে। সিবাম ক্ষরণ করা।
  • ইনফ্রা -অরবিটাল গ্রন্থি বা জাইগ্যামেটিক গ্রন্থি (Infra -orbital glands )
গিনিপিগ , খরগোশ ইত্যাদি প্রাণীর অক্ষিকোটরে অবস্থিত (একপ্রকার লালাগ্রন্থি ) লালারস ক্ষরণ করা।
  • যকৃৎ (Liver )
মেরুদন্ডী প্রাণীদের উদরগহ্বরে। পিত্তরস ক্ষরণ করা ,বিভিন্ন বিপাক নিয়ন্ত্রণ করা , লোহিতকণিকা উৎপন্ন করা।

 

 

0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments