প্রাণীদের বিভিন্ন গ্রন্থি (Various Glands of Animals )
গ্রন্থির নাম | গ্রন্থির অবস্থান | কাজ |
|
১. সোনা ব্যাঙের ত্বকে এবং যকৃতে । ২. মানুষের অগ্নাশয়ে । ৩. খরগোশের যকৃতে। |
১. মিউকাস ক্ষরণ করা। ২. অগ্ন্যাশয় রস ক্ষরণ করা। ৩. পিত্ত ক্ষরণ করা। |
|
স্তন্যপায়ী প্রাণীদের বহি:কর্ণ নালিতে । |
সেরুমেন নিঃসরণ করা। |
|
মানুষ সহ মেরুদন্ডী প্রাণীদের বৃক্কের ওপর । |
অ্যাড্রিনালিন ,নর অ্যাড্রিনালিন এবং কয়েকপ্রকার কর্টিকয়েড হরমোন নিঃসরণ করা। |
|
পুরুষ মানুষ , খরগোশ প্রভৃতি প্রাণীর ইউরেথ্রা বরাবর। |
বীর্য নির্গমনের জন্য ইউরেথ্রাকে সিক্ত রাখে। |
|
স্তন্যপায়ী প্রাণীদের ত্বকে। |
স্তনগ্রন্থির মতো ক্ষরণ। |
|
গিনিপিগ , খরগোশ এবং অন্যান স্তন্যপায়ী প্রাণীর ডিওডিনামে। |
মিউকাস ক্ষরণ করে। |
|
স্ত্রী খরগোশ , গিনিপিগ এবং স্ত্রীলোকদের জনন নালিতে। |
বিশেষ রস ক্ষরণ করে সঙ্গমকালে লুব্রিকান্টের কাজ করে। |
|
মেরুদন্ডীপ্রাণীদের পাকস্থলীর অন্ত:প্রাচীরে । |
পাকরস ক্ষরণ করা। পেপটিক গ্রন্থি থেকে পেপসিন এবং অক্সিনটিক গ্রন্থি থেকে HCL ক্ষরিত হয়| |
|
স্তন্যপায়ী প্রাণীদের ত্বকে। | ঘর্ম নিঃসরণ করা। |
|
স্তন্যপায়ী প্রাণীদের চক্ষুর উর্ধপল্লবে। | অশ্রু নিঃসরণ করা। |
|
সরীসৃপ ,পক্ষী ও স্তন্যপায়ীদের চক্ষুর ভেতর দিকে। | নিঃসৃত রস নিকোটিটেটিং পর্দাকে সিক্ত রাখে এবং লুব্রি ক্যান্ট রূপে কাজ করে। |
|
স্তন্যপায়ী প্রাণীদের পেরিনিয়াল অঞ্চলে। | ক্ষরণ বিশেষ গন্ধ সৃষ্টি করে যৌন আকর্ষণ সৃষ্টি করে। |
|
স্তন্যপায়ীদের ত্বকে। | সিবাম ক্ষরণ করা। |
|
গিনিপিগ , খরগোশ ইত্যাদি প্রাণীর অক্ষিকোটরে অবস্থিত (একপ্রকার লালাগ্রন্থি ) | লালারস ক্ষরণ করা। |
|
মেরুদন্ডী প্রাণীদের উদরগহ্বরে। | পিত্তরস ক্ষরণ করা ,বিভিন্ন বিপাক নিয়ন্ত্রণ করা , লোহিতকণিকা উৎপন্ন করা। |