বিভিন্ন শিলালিপি (Various Inscriptions)
Published Date : 19-10-17
588 Views
শিলালিপির নাম কি সম্পর্কে জানা যায়
হাতিগুম্ফা লিপি রাজা খারবেলের কীর্তি কাহিনী। খ্রি: পূ: ৪৫০ অব্দ পর্যন্ত।
নানাঘাট শিলালিপি সাতবাহন রাজা সাতকর্নির মনিষী নয়নিকার প্রশস্তি থেকে সাতকর্নির বিবরণ পাওয়া যায়।
গৌতমী বললশ্রী গৌতমপুত্রের বিজয়ের কাহিনী জানা যায়।
জুনাগড় শিলালিপি শকরাজা রুদ্রমনের রাজত্বকাল সমদ্ধে বিবরণ পাওয়া যায়।
তেখচ-ই-বাহি শিলালিপি গড়ফার্নিশের বিজয়কাহিনী জানা যায়।
এলাহাবাদ শিলালিপি হরিসেনের কাহিনী উর্ত্তীন আছে।
উদয়গিরি সাঁচিলিপি চন্দ্রগুপ্তের শক বিজয়ীকাহিনী জানা যায়।
ভিটারি স্তম্ভলিপি স্কন্দগুপ্তের দ্বারা খোদিত গুপ্তরাজাদের তথ্য পাওয়া যায়।
0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments