Published Date : 19-04-08
222 Views
সংবাদপত্র | ১৭৮০ সালে ২৯ শে জানুয়ারি Mr. James Augustus Hicky র সম্পাদনায় বেঙ্গল গেজেট নামে প্রথম সংবাদপত্র ছাপা হয়েছিল। |
বেতার বা রেডিও | বোম্বাই শহরে সর্বপ্রথম ১৯২৭ সালে বেতার কেন্দ্র স্থাপিত হয়েছিল। |
দূরদর্শন বা টেলিভিশন | ১৯৫৯ সালে ১৫ ই সেপ্টেম্বর দিল্লিতে সর্বপ্রথম টেলিভিশন কেন্দ্র উদ্বোধন হয়েছিল। |
সিনেমা | ১৮৯৬ সালে প্রথম নির্বাক চলচ্চিত্র দেখানো হয় বোম্বাই শহরে এবং সবাক চলচ্চিত্র এসেছে অনেক পরে। |
ছাপাখানা | ১৭৭২ সালে মাদ্রাজে পর্তুগীজরা প্রথম ছাপাখানা স্থাপন করে। |
বিদ্যুৎ | ১৮৯৬ সালে দার্জিলিং এ সর্বপ্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়। |
ডাকটিকিট | ১৮৫২ সালে ভারতবর্ষে সিন্ধু প্রদেশে সর্বপ্রথম ডাকটিকিটের প্রচলন করা হয়েছিল। |
রেলগাড়ি | ১৮৫৩ সালে ১৬ এপ্রিল ভারতবর্ষে সর্বপ্রথম রেলগাড়ি চালু করা হয়েছিল। |
টেলিফোন | ১৮৮১ সালে ভারতবর্ষের কলকাতা শহরে বার্তা প্রেরণ করার জন্যই টেলিফোন পরিসেবা প্রবর্তন করা হয়। |