কলকাতাতে প্রথম (First in Kolkata )
Published Date : 19-04-08
222 Views
সংবাদপত্র ১৭৮০ সালে ২৯ শে জানুয়ারি Mr. James Augustus Hicky র সম্পাদনায়                      বেঙ্গল গেজেট নামে প্রথম সংবাদপত্র ছাপা হয়েছিল।
বেতার বা রেডিও বোম্বাই শহরে সর্বপ্রথম ১৯২৭ সালে বেতার কেন্দ্র স্থাপিত হয়েছিল।
দূরদর্শন বা টেলিভিশন ১৯৫৯ সালে ১৫ ই সেপ্টেম্বর দিল্লিতে সর্বপ্রথম টেলিভিশন কেন্দ্র উদ্বোধন হয়েছিল।
সিনেমা ১৮৯৬ সালে প্রথম নির্বাক চলচ্চিত্র দেখানো হয় বোম্বাই শহরে এবং সবাক চলচ্চিত্র এসেছে অনেক পরে।
ছাপাখানা ১৭৭২ সালে মাদ্রাজে পর্তুগীজরা প্রথম ছাপাখানা স্থাপন করে।
বিদ্যুৎ ১৮৯৬ সালে দার্জিলিং এ সর্বপ্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়।
ডাকটিকিট  ১৮৫২ সালে ভারতবর্ষে সিন্ধু প্রদেশে সর্বপ্রথম ডাকটিকিটের প্রচলন করা হয়েছিল।
রেলগাড়ি ১৮৫৩ সালে ১৬ এপ্রিল ভারতবর্ষে সর্বপ্রথম রেলগাড়ি চালু করা হয়েছিল।
টেলিফোন ১৮৮১ সালে ভারতবর্ষের কলকাতা শহরে বার্তা প্রেরণ করার জন্যই টেলিফোন পরিসেবা প্রবর্তন করা হয়।

cloudquiz

0 0 votes
Article Rating
guest
0 Comments
Inline Feedbacks
View all comments